মাহবুব আলম প্রিয়
কাটবে আঁধার
জাগবে দেশ
করোনা হবে নিরুদ্দেশে;
ভয় নয়; ভরসা আছে
আল্লাহর দয়া সর্বকাজে।
করোনা হলেই মরণ নয়;
সুস্থ্য হয়ে জীবন যুদ্ধে
হচ্ছে জয়।
করোনা হলেই আতঙ্ক নয়
ঘরে থেকে, দুরত্ব রেখে
স্বাস্থ্য বিধি মেনে চলতে হয়।
করোনা হলেই সব শেষ নয়
বেশিরভাগ লোকই ভালো হয়
ছোঁয়াছে তাই, ঘরে রয়।
করোনা হবে যার তার
তুমি কিংবা আমার
ভয় নয় সচেতন হোন এবার।
করোনার মরদেহে
ছড়ায় না করোনা
বিশেষজ্ঞরা কহেন,
তবু এটা মহামারী
সামাজিক দূরত্ব মানেন।
আপনার মতামত লিখুন :