বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারাবো পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসিনা গাজীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে ও দেশের উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মেয়র হাসিনা গাজী বলেন, বিগত পাঁচ বছরে তারাবো পৌরসভায় ২০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। মন্ত্রীর সহযোগিতায় আগামী পাঁচ বছরে ৫০০ কোটি টাকার উন্নয়ন কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।
আপনার মতামত লিখুন :