যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে বলে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এসময় এনএসআই আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোনো যথাযথ উত্তর দিতে পারেনি। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া এনএসআই প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গ্রেফতার ব্যক্তি ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :