নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।