নেত্রকোনার কলমাকান্দায় ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারভীন আক্তার ও লক্ষণ দাস নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ এক জনৈকের ফোন আসে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ চৌধুরীর বাড়ির পুকুর পারে এক কিশোরীকে কয়েকজন ধরে নিয়ে ধর্ষণ করছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ এর পক্ষ থেকে বিষয়টি কলমাকান্দা থানার ডিউটি অফিসারকে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, উদ্ধার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও গ্রেফতারদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।