খুলনামুখী ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনে পাথরের হামলা করেছে দুর্বৃত্তরা। যাত্রী আহতসহ ট্রেনের জানালার গ্লাস ভেঙ্গেছে। হামলার পর আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের সকল যাত্রী।
বৃহস্পতিবার রাতে ট্রেনটিতে দুটি স্থান থেকে পৃথকভাবে হামলা করা হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোয়ালন্দ ঘাট থেকে খুলনা রেলস্টেশনে আসার সময় ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ পাথরের হামলা হয়। যশোর জেলার নওয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ৮টা ১৩ মিনিটে এবং খুলনার বেজেরডাঙ্গা এলাকায় ৯টা ৫ মিনিটে এ হামলা করা হয়। হামলায় ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে গেছে। আহত হয়েছে আব্দুল্লাহ (৩৫) নামে এক যাত্রী।