ফেনী প্রতিনিধি
করোনার মর্গে
লেখক – অরবিন্দ রায়
প্রথম ঝাপটায় গরীবগুলোকে নিয়ে যাবে,
এরপর মধ্যবিত্ত !
উচ্চবিত্তরা কয়েকদিন বেশি টিকবে, তবে যেতে হবে তাদেরকেও !
চলে যাবার মিছিলটা হবে লম্বা, ভয়াল, বিদারক !
যারা রয়ে যাবে, তাদের জীবন হবে দুর্বিষহ, নিস্প্রান !
নতুন করে শুরু করার জন্য তাদের কাছে থাকবে–
শুধুই হারানোর বেদনা এবং ভুলের আক্ষেপ।
সেদিনও কি তারা ভুল থেকে শিক্ষা নেবে না ?
লাখো প্রানের সাথে সাথে কি এদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, হিংস্রতাও বিদায় নেবে ?
নাকি অবশিষ্ট থাকা মনুষ্যত্বটুকুও চলে যাবে করোনার মর্গে !
আপনার মতামত লিখুন :