ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১৯০ ভোট।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় গফরগাঁও পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে দুইজন ও সাধারণ কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শামসুন নাহার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।