তন্ত্র! পদ্ধতির নাম
পীরতন্ত্র, গণতন্ত্র আর
বাপ দাদা কিংবা বরমন্ত্র;
তন্ত্রের কব্জায় মানবযন্ত্র৷
মগজ ধোলাই;
স্লোগান পীরের বুলি
সত্যটা জানতে চায় না
কুরআন কিতাব খুলি।
পীরতন্ত্রের বেড়াজালে
ধর্মটা প্রায় রসাতলে
ফেকরা, দ্বন্দ্ব, যার যার মন্ত্র
ছড়ায় নিরীহের কর্ণকুহরে।
গণতন্ত্র! কাগজে-কলমে
বাস্তবে, কিছু স্বৈরাচারের দাপটে
ক্ষমতা নিতে কপাটে
গণতন্ত্র নামের চাদরে
ভেতরটায় পূর্বপুরুষের
মন্ত্র প্রতিষ্ঠায় বেপরোয়া
নগ্ন, ফাঁকা বুলির ধোঁয়া,
মুলত, নিজের করে নেওয়া
ফায়দা লুটার দল পাকিয়ে
কর্মী ক্রয়ে দাম হাঁকিয়ে
লোকগুলো সব নিজের বলে
প্রচারমাঠে সুকৌশলে
আপনা আপনা গুন বিচারে
হারিয়ে যায় আশা
দেশের খবর?
এক্কেবারে কোনঠাসা!
কোথাও খুন,কোথাও ভাঙ্গন
কোথাও উন্নয়ন, কোথাও গুঞ্জন।
আবার নগরায়ন,শিল্পায়নের
নামে ভূমি হচ্ছে লুন্ঠন!
মন্ত্রটা সব পীরতন্ত্রের
মন্ত্রটা সব মগজধোলাই;
আমরা কি তয় শুঁটকির মতো
প্রহরীসব কালো বিলাই?
আসল নকল বুঝতে যারা
পরের মন্ত্র মানে
মগজে তার গোবর ছাড়া
কিছুই নাই ; সর্বলোকেই জানে।
তাহলে কি সমাধান?
আসুন গাহি দেশের জয়গান!
দশকে সঙ্গে নিয়ে ; এ দেশের তরে
মাতৃভূমিকে বলি মহান।
মাহবুব আলম প্রিয়
সাংবাদিক ও কবি
আপনার মতামত লিখুন :