মহা লুটপাটের শিকার
আমরা আমজনতা!
স্থান,কালে বোয়ালের যাঁতাকলে
হারাচ্ছে মানবতা।
ঘরেতে যা হয়
শান্তিতে চাপা রয়
রাস্তায় লুটপাট
ভাড়াতে হারা হয়।
সড়ক মহা সড়কে
দিবানিশি ভোগান্তি
গণপরিবহনে লক্কর ঝক্কর
দুর্নীতি আর অশান্তি।
ভোক্তা নামে অধিকার
খর্ব হয় হয়রানীর ঘামে;
৫ টাকা বেশি পানির দামে
রশিদ খুঁজি,প্রতিবাদ জমে।
ভাবছি কি! ধরলো মোদের
ডিজিটাল নামের জমে?
না বুঝিয়েই কেটে নিচ্ছে টাকা
ঘেটে দেখি মুঠোফোনে।
মেয়াদের নামে নেটে লুটপাট,
রিচার্জেও তাই
এই চার্জ, সেই চার্জ
ভোগার শেষ নাই৷
বিদ্যুতে হরিলুট;
মিটার ভাড়ার নামে
আরো শুনি নানা খরচ
লাখো গ্রাহক গণে।
জমির খাজনাতে
কিংবা রেজিস্ট্রিতে
কিংবা ব্যাংক লোনে
গ্রাহক বাড়তি টাকা গণে।
হরিলুট ডিজিটালে
নীতির নাই বালাই
উচিতটা বললে হোন
শিয়াল রূপের বিলাই।
সুখে আছে শিয়ালরা
ফান্দে আছে বগা
মজালুটে লুটেরার দল
আমরা সাজি মগা!!
কবি : মাহবুব আলম প্রিয়
আপনার মতামত লিখুন :