ক্ষতির দিকগুলো ও সমালোচনা করার নির্দিষ্ট ব্যাখা হলো:
ব্যবসা,চাকরী, প্রিয়জন হারানো, পারিবারিক বিষয়, ডির্ভোস, বিধবা,অথবা ব্রেকআপ,কারো উপকার করতে যেয়ে নিজে ক্ষতিগ্রস্থ । শিক্ষা জীবনের প্রাপ্তি অনুযায়ী চাকুরী না পাওয়া,অথনৈতিক বিরাট লস, আপনজন দুরে যাওয়া। ফলাফল,নিজে দুঃখ পাওয়া নিজেকে দোষারোপ করা অথবা বিষন্ন হওয়া।
এসব ক্ষতিতে মানুষ সমালোচনা করলেও কারো ব্যক্তি ক্ষতি নয় আপনার ক্ষতি। পার্সোনাল বিষয়ে কেউ কথা বললে নাক ডুবালে আমরা তাকে অমানুষ বলি।
যদি কোন দেশের নাগরিক দেশের সম্পদ নষ্ট করে, লুটপাট করে, অন্যায় ভাবে ভোগ দখল করে, চাঁদাবাজি, মাদক সহ দেশ ও মানুষের অকল্যান করে তাহলে রাষ্ট্রের ক্ষতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আলোচনা,সমালোচনা সহ নানাবিধ তুলে ধরা যায়।
দেশের ক্ষতি ও ব্যক্তি ক্ষতি দুইটা আলাদা জিনিস। বিবেচনা বোধ,বিবেক থেকে যে পথে যাবেন সেটা হবে মানুষ ও অমানুষ হিসেবে আপনি মূল্যায়িত হবেন।
আপনার মতামত লিখুন :