
উন্নয়ন
মাহবুব আলম প্রিয়
উন্নয়নের ফুলঝুড়িতে
যুক্ত হচ্ছে ইট পাথর
দেশ আজ এগিয়ে যাচ্ছে
পাকা হচ্ছে গরীবের ঘর।
ডিজিটালে গতি বাড়ছে
সহজ হচ্ছে সবকাজ
মেগা প্রজেক্ট স্থানে স্থানে
চারদিকে রঙ্গীণ সাজ।
তবু গরীব করে হায় হায়
নিত্যবাজার চড়া
চাল ডাল তেলের দামে
মানিব্যাগে খড়া।
উন্নয়নের যাঁতাকলে
সড়ক যখন বেহাল
ভারীযানের অযুহাতে
কর্তার নাই খেয়াল।
শিক্ষাখাতে অবহেলা
কর্মমুখীর অভাব
চিকিৎসাতে প্রাইভেট খাতে
মস্ত তাদের প্রভাব।
ভ্রমণস্পট নিরাপদ নয়
পথে ঘাটে ছিনতাই
অপরাধীর প্রমাণ পেতে
সিসিটিভি আরো চাই।